বিসমিল্লাহির রহমানিক রাহিম
০১. সংগঠনের নাম : “আলোর বাহন”
০২. স্থাপিত : ০১.০১.২০১৮
০৩. স্থায়ী ঠিকানা :
গ্রাম : আলীনগর
ডাকঘর : সাভিয়ানগর
ইউনিয়ন : দেওঘর
থানা : অষ্টগ্রাম
জেলা : কিশোরগঞ্জ।
০৪. সংগঠনের লক্ষ্য সমূহ:-
ক. আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান।
খ. গরীব, দুস্ত, অসহায়, নর-নারী ও শিশুদের আর্থিক সহায়তা, চিকিৎসা ও বাসস্থানের সহায়তা প্রদান, বিনামূল্যে রক্তদান।
গ. সর্বস্থরের জনসাধারনের মাসিক/ ত্রৈমাসিক/ বার্ষিক বিনামুল্যে চিকিৎসা ও সাধ্যমত ঔষধ প্রদান।
ঘ. নিরক্ষরতা দূরীকরণ, বয়স্ক, শিশু শিক্ষা ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে সহযোগিতা
ঙ. মাদক দ্রব্য মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করা।
চ. মানব সম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষণ দেওয়া, সার্বিক জাতীয়, উন্নয়নের লক্ষ্যে কাজ করা।
ছ. সামাজিক বিশৃঙ্খলা, দূর্নীতি ও রাহাজানি দূরীকরনের সহযোগিতা প্রদান।
জ. সব রকমের প্রতিবন্ধী, অটিষ্টিক, বয়স্ক অসমর্থ ব্যক্তিগনের পূর্নবাসনের ব্যবস্থা গ্রহন করা।
ঝ. পরিবেশ ও সংরক্ষনের লক্ষ্যে বনায়ন ও বৃক্ষ রোপন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করা।
ঞ. বর্তমান শিক্ষা ব্যবস্থার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক প্রকৃতি শিক্ষার সহযোগিতা করা।
ট. মহিলাদের কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপানের সহযোগিতা করা।
ঠ. জ্ঞান বিকাশের জন্য লাইব্রেরী স্থাপন করে দেশাত্মরোধ তৈরী করা।
ড. বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন এবং জ্ঞানী-গুনী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা।
ঢ. দ্ররিদ্র ও অসহায়দের আইনগত সহায়তা এবং শালিশী ও সমোঝতায় সমস্যার সমধান করার সহযোগিতা কারা।
০৫. সংগঠনের মনোগ্রাফ সংবলিত পতাকা।০৬. সদস্য পদলাভের সংবলিত পতাকা।
ক. ১৮ বছর বা ততাধিক বয়সের যে কোন বাংলাদেশী নাগরিক এই সংগঠনের প্রাথমিক সদস্য হতে পারবে। ইচ্ছুক ব্যক্তিদেরকে সংগঠনের যোষনা পত্র গঠনতন্ত্র ও কর্মসূচির প্রতি
আনুগত্য ঘোষনা করতে হবে।
০৭. সদস্য পদলাভের অযোগ্যতা:
ক. বাংলাদেশের আইন অনুগ নাগরিকনন এমন কোন ব্যক্তি “আলোর বাহান” সংগঠনের সদস্যা হতে পারবেনা।
খ. বাংলাদেশের স্বাধীনত, সার্বভৌমত্ব ও অখন্ডতার বিরোধী, গোপনে কিংবা সশন্ত্র রাজনীতিতে বিশ্বাসী ও সক্রিয় ভাবে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা সমাজ বিরোধী ও গণবিরোধী কোনো ব্যক্তিকে এই সংগঠনের সদস্য পদ দেওয়া হবে না।
০৮. সদস্যের বিরোদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা:
সংগঠনের কোনো সদস্যের অসদাচরনের কারণে কিংবা শৃঙ্গখলা ভঙ্গের কারণে কিংবা সংগঠনের নীতি ও আদর্শ বিরোধী কোন কর্মকান্ডের কারনে তার সদস্য পদ বাতিল কিংবা সাময়িক ভাবে সদস্যপদ স্থাগিত কিংবা তার বিরোদ্ধে অন্য যে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন এবং শাস্তি কারনে পূর্বে নেওয়া যো কোন শাস্তি মূলক ব্যবস্থা প্রত্যহার করতে পারবে।
০৯. সদস্য পদ থেকে পদত্যাগ:
সংগঠনের যে কোন সদস্য সংগঠনের সভাপতি কাছে লিখিত চিঠির মাধ্যমে পদত্যাগ করতে পারবেন।
১০. সংগঠন পরিচালনা পর্ষদ:
ক. সংগঠন পরিচালনার জন্য ০৩ (তিন) বৎসর মেয়াদে ০৯ (নয়) সদস্যের পরিচালনা পরিষদ থাকবে।
খ. কাঠামো: চেয়ারম্যান, সচিব, সহ-সচিব, সাংগঠনিক পরিচালক, সহকারী সাংগঠনিক পরিচালক, সাংগঠনিক সম্পাদক, প্রচার/মিডিয়া সম্পাদক, অর্থ সম্পাদক. সহকারী অর্থ সম্পাদক , শিক্ষা সম্পাদক, ক্রিয়া সম্পাদক, সাংস্কৃতি সম্পাদক ও সদস্য
গ. সদস্য সংখ্যা সর্বোচ্চ ১৫০ জন পযর্ন্ত থাকবে।
ঘ. ৩ বছর পরপর সাধারন সদস্যদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে পরিচালনা পরিষদ গঠন করা হবে।
ঙ. উক্ত প্রতিষ্ঠান পরিচালনার বিশেষ পরামর্শ দানের জন্য সর্ববোচ্চ ০৯ (নয়) জন সদস্য বিশিষ্ট্য উপদেষ্টা পরিষদ থাকবে।
১১. সংগঠনের ব্যাংক হিসাব:
ক. ফাউন্ডেশনের ব্যাংক হিসাব পরিচালনা করার জন্য চেয়ারম্যান ও সদস্য সচিব এর যৌথ স্বাক্ষর হিসাব পরিচালিত হবে।
খ. ৫,০০০.০০ (পাঁচ হাজার) টাকা বেশি উত্তোলন করতে হলে কার্য্যকরি পরিষদের সিদ্ধান্তে মোতাবেক উত্তোলন করতে হবে।
গ. যে কোন সরকারি ব্যাংক যেমন, অগ্রণী, সোনালী, জনতা, কৃষি, রুপালী ব্যাংক হিসাব খোলতে হবে।
১২. সাধারণ সভা:
ক. প্রতি তিন মাস/ ছয় মাস/ বাৎসরিক অন্তঅন্তর কার্য্যকারী পরিষদের সভা আহব্বান করা হবে।
খ. বার্ষিক জরিপ কার্য্যকারী পরিষদ কর্তৃক প্রতি বৎসর জুন মাসে জরিপ করা হবে।